বান্দরবানের লামায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অস্ত্রসহ ৯ জনকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার ২০ জুন সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপণ সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৫টায় আলীকদম সেনা জোনের জোন উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ এর নেতৃত্বে একটি টিম উপজেলার টংকাবতী ইউনিয়নের পুনর্বাসন চাকমা পাড়া এবং ইমানুয়েল ত্রিপুরা পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা সবাই জেএসএস (মূল) এর সক্রিয় সদস্য। তারা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটককৃতদের কাছ থেকে ৪টি গাদা বন্দুক, ২টি ব্যারেল, ৩টি ছুড়ি, ১টি ইউনিফর্মের নিচের অংশ, ২ জোড়া বুট, ১টি ট্যাব, ২টি মোবাইল ফোন এবং ইলেকট্রিক তার জব্দ করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, আনন্দ মোহন চাকমা (৭২), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), শান্তি রঞ্জন চাকমা (৩৫), কল্পরঞ্জন চাকমা (৪৫), জ্যোতি বিকাশ চাকমা (২৮), পাখিরাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০) এবং জুয়েল ত্রিপুরা (২৬)।