বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামে এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়।
রবিবার ২২ জুন দুপুর ২ টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন আন্তর্জাতিক পিলার নং ৪৪ ও ৪৫ এর মধ্যবর্তী জামছড়ি বিওপির ওপারে মিয়ানমারের অভ্যন্তরে এ স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক এ ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামছড়ি সাপমারা ঝিরি সীমান্ত দিয়ে মিয়ানমারের অভ্যন্তর থেকে চোরাই পণ্য আনতে যায় আরাফাতুল ইসলাম। এসময় আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনে পা দিলে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে তার বাম পায়ের গোড়ালি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
আহত আরাফাতুল ইসলাম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি এলাকার বাসিন্দা।