বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তংচংগ্যা (১৯) নামে মিয়ানমারের এক রাখাইন যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার ২৩ জুন বিকেলে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন আন্তর্জাতিক পিলার নং ৩৫ এর চাকমার কাটা এলাকায় এ স্থলমাইন বিস্ফোরণের ঘটে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাশরুরুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশে চিকিৎসা করানোর জন্য ওই যুবক মিয়ানমার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়ে। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত তংচংগ্যা মিয়ানমারের মিডাক গ্রামের বাসিন্দা।
এর আগে গত ২২ জুন জামছড়ি বিওপির ওপার থেকে চোরাই পণ্য আনতে গিয়ে আরাফাতুল ইসলাম নামে এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়।