বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ২৪, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের এক অভিযানে ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ২৪ জুন সকালে উপজেলার লেমুছড়ির খুরিক্ষং এলাকার পাহাড়ের ঢালু থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সাদা প্লাস্টিকে মোড়ানো ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। এসব অস্ত্র কারা ব্যবহার করছে তারা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।