বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রামগড়ে বাস খাদে, আহত ৮

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুন ২৪, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির রামগড় উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে শান্তি পরিবহনের একটি নাইট কোচ গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ জুন) ভোর ৬টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর এলাকায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জানা যায়, সোমবার রাত ১০টার দিকে ঢাকা যাত্রাবাড়ী থেকে শান্তি পরিবহনের বাসটি খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে। রাতে যাত্রা শেষে সকালে মাহবুবনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি প্রায় শতফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে আটজন যাত্রী ও চালক-হেলপারসহ মোট ১০ জন ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও রামগড় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গুইমারা বিজিবি হাসপাতালে ভর্তি করে। পরে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন খাগড়াছড়ির জাহেদা আক্তার, হাজেরা আক্তার, শিশু রেদোয়ার, মুন্সিগঞ্জ জেলার নজরুল ইসলাম ও খোরশেদ আলম, তানিয়া আক্তার, গাড়ির সুপারভাইজার আজাদ হোসেন এবং হেলপার রমজান আলী।

আহত নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, বাসটি শুরু থেকেই বেপরোয়া গতিতে চলছিল। মুন্সিগঞ্জ এলাকায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পর তিনি চালককে সাবধান করেন, কিন্তু চালক উল্টো যাত্রীদের চুপ করতে বলেন এবং পেছনে গিয়ে বসতে বলেন। তাঁর মতে, চালকের অদক্ষতাই এই দুর্ঘটনার জন্য দায়ী।

দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালককে খুঁজে পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশান্তর বড়ুয়া। তিনি জানান, বাসটি উদ্ধার করতে শান্তি পরিবহন কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থায় পদক্ষেপ নিচ্ছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনউদ্দীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চালক পলাতক রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

 

– শ্যামল রুদ্র, রামগড় (খাগড়াছড়ি)