বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আলীকদমে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ২৭, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের আলীকদমে রিপন দে (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২৬ জুন রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের সুলতান ডিলার মার্কেটের একটি মিনি কারখানা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে ওই মিনি কারখানার মালিক।

আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহের সুরতহাল শেষে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, সকালে রিপন দে বাসা থেকে বের হয়ে এসে দুপুরে বাড়িতে খেতে না যাওয়ায় তার স্ত্রী পম্পি দে (২৩) একাধিকবার ফোন করেও কোন সাড়া না পায়নি। রাতেও সে বাড়ি না ফেরায় প্রতিবেশী সাইফুল ইসলামকে সাথে নিয়ে পম্পি দে কারখানায় যায়। সেখানে গিয়ে দরজা খুলে ঝুলন্ত অবস্থায় রিপন দে এর মরদেহ দেখতে পায়। এ অবস্থায় তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং আলীকদম থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।