বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ইউনুছ (২৫) নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ জুন রাত সাড়ে ৯টার দিকে ঘুমধুম-তমব্রুর আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ৩৩ ও ৩৪ এর মধ্যবর্তী মিয়ানমারের অভ্যন্তরে লাল কাইন্দা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইউনুছ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, স্থান কাছাকাছি হওয়ায় বিস্ফোরণের শব্দ শুনে এপারের লোকজন ছুটে গিয়ে আহত ইউনুছকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, চোরাকারবারীরা মিয়ানমারের আরাকান আর্মি (এএ) এর নির্দেশিত পথ অনুসরণ না করে অন্য পথে পণ্য আনা নেয়ার কারণে মাইন বিস্ফোরণে ঘটনা ঘটছে।
এ নিয়ে ১ সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪টি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে গত ২২ জুন জামছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত হয় আরাফাতুল ইসলাম নামে এক বাংলাদেশী যুবক। ২৩ জুন উপজেলার ঘুমধুম সীমান্তের চাকমার কাটা এলাকায় তংচংগ্যা (১৯) নামে মিয়ানমারের এক রাখাইন যুবক বাংলাদেশে চিকিৎসা করাতে এসে স্থলমাইন বিস্ফোরণে আহত হয়। এবং ২৫ জুন জারুলিয়াছড়ি বিওপির ওপারে মিয়ানমারের অভ্যন্তরে অংথ্রাবে ক্যাম্প সংলগ্ন এলাকায় ওমর মিয়া (২৫) নামে এক বাংলাদেশী যুবক স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়ে।