বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্যাবের অবহিতকরন সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ২৮, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ভোক্তা অধিকার এবং বিদ্যমান আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক অবহিতকরন সভা বৃহস্পতিবার ২৬ জুন বান্দরবান শহরের বীর বাহাদুর স্কুল এন্ড কলেজ লাইব্রেরী কক্ষে অনুষ্ঠিত হয়।

কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বান্দরবান জেলা শাখা এই কর্মসুচির আয়োজন করে।

বান্দরবান জেলা ক্যাব সভাপতি মনিরুল ইসলাম মনুর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বীর বাহাদুর স্কুল ও কলেজের প্রিন্সিপাল মফিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী এবং ক্যাব সদস্যরা এতে অংশ নেন।