বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক মালিক সমিতির নির্বাচন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ২৮, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান লোকাল ট্রাক মালিক সমিতি লিমিটেড এর নির্বাচনে শফিকুল আলম সভাপতি এবং জাফর উল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার ২৮ জুন সংগঠনের নিজস্ব ভবনে অনুষ্ঠিত ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশন তাদের বিজয়ী ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে শফিকুল আলম ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. আজিজুল হক। তিনি পেয়েছেন ৯৭ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন। ৬১ ভোট।

সাধারণ সম্পাদক পদে দু’জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন জাফর উল্লাহ। অপর প্রতিদ্বন্দ্বী সাহাব উদ্দিন পেয়েছেন ১৪৩ ভোট।

অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন: নাছির উদ্দিন (সহ-সভাপতি, বিনা প্রতিদ্বন্দ্বীতায়), মোহাম্মদ ওমর ফারুক রাশেদ (যুগ্ম সাধারণ সম্পাদক- বিনা প্রতিদ্বন্দ্বীতায়), ওসমান গণি (সাংগঠনিক সম্পাদক, বিনা প্রতিদ্বন্দ্বীতায়), মো. সাইদুল আলম (অর্থ সম্পাদক, বিনা প্রতিদ্বন্দ্বীতায়), মো. সামছুল আলম (দপ্তর সম্পাদক, বিনা প্রতিদ্বন্দ্বীতায়), মো. মঞ্জুর আলম (ক্রীড়া ও সাংস্কৃতিক, বিনা প্রতিদ্বন্দ্বীতায়), মো. মাহাবুবুর রহমান (প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিনা প্রতিদ্বন্দ্বীতায়), মো. আনিসুর রহমান মোহন, রশিদ আহমদ, মো. হাবিবুল্লাহ ও মো. হুমায়ুন কবির (নির্বাহী সদস্য)।