বান্দরবানের থানচির বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার ২৯ জুন সকালে বলিপাড়া ৩৮ বিজিবি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণগুলো তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা, অভিভাবক এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণগুলো হলো: খাতা, কলম, ইরেজার, পেন্সিল ও চকলেট।
৩৮ বিজিবি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, সুশিক্ষিত প্রজন্মই একটি দেশের প্রকৃত সম্পদ। বিজিবি সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সবসময় দেশের মানুষের কল্যাণে নিয়োজিত আছে। বিজিবি কর্তৃক শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের এ অঞ্চলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস তৈরি হবে।