ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
বুধবার ২ জুলাই পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি এ এইচ এম ফারুক ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ভূইয়া স্বাক্ষরিত ১১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে অন্যান্য সদস্য হচ্ছেন: মিতায়ন চাকমা (সিনিয়র সহ-সভাপতি), মো. বাখের উদ্দিন, অয়ন আহমেদ, মো. জাকির হোসেন, আমিনুল হক, মো. দিদারুল আলম, আয়েশা খাতুন রুমা, আব্দুল খালেক তুহিন, নাসির উদ্দিন, বাবুল সরকার, এডভোকেট নাজমুল হাসান (নিজাম), এডভোকেট আহসানুল হক লিটন ও কামাল হোসেন (সহ-সভাপতি), জাহাঙ্গীর আলম অপু (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), খালেদা আক্তার, মিনহাজ মুরশীদ ত্বকি, আহমেদ হোসেন, আইনুল ইসলাম, মুহাম্মদ আবদুল মজিদ (নাদিম), ইব্রাহীম খলিল অপি, রবিউল ইসলাম ও উৎপল দাশ নয়ন (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. আবুল কালাম আজাদ (কোষাধ্যক্ষ), আরিফুর রহমান (সহ-কোষাধ্যক্ষ), মো. মোর্শেদ আলম, ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসেন (জিসান) ও সাইফুল ইসলাম রিমন (সাংগঠনিক সম্পাদক), উজ্জল ময় ত্রিপুরা, ইখতিয়ার উদ্দিন ইমন, আকরাম হোসেন ও রবিউল হোসাইন (সহ-সাংগঠনিক সম্পাদক), এডভোকেট আবু তাহের রনি (আইনবিষয়ক সম্পাদক), হাবিবুল্লাহ আফফান (সহ-আইনবিষয়ক সম্পাদক), আল আমিন আহমেদ (প্রচার সম্পাদক), আব্দুল্লাহ আল মামুন (খোকন) (দপ্তর সম্পাদক), সৈয়দ ইবনে রহমত (তথ্য, গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক), ডা. আবুল হাসেম (স্বাস্থ্যবিষয়ক সম্পাদক), ডা. ফকরুল হাসান ও ডা. বেনজির জাহাঙ্গীর (সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক), শাকেরা আক্তার শিমু (বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক), নবী হোসেন বাপ্পা (আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক), আলী নেওয়াজ সবুজ (মানবাধিকার ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক), আবদুল্লাহ আল মামুন (গণমাধ্যমবিষয়ক সম্পাদক), ইঞ্জিনিয়ার মনির হোসেন (সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক), সাইফুল ইসলাম (শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক), মাহমুদ মিঠু (প্রযুক্তিবিষয়ক সম্পাদক), মো. সেলিম (ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক), তরিকুল ইসলাম (সহ-ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক), আবু আহমেদ সরকার (ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক), আলিম উল্লাহ সোহাগ (সহ-ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক), সানিয়া শান্তা (মহিলাবিষয়ক সম্পাদক), সাহেলা মমতাজ (সহ-মহিলাবিষয়ক সম্পাদক), ওমর ফারুক আল ফারাবী (আপ্যায়নবিষয়ক সম্পাদক), সুকুমার সাহা (সহ-আপ্যায়নবিষয়ক সম্পাদক), রফিকুল ইসলাম (ছাত্রবিষয়ক সম্পাদক), জাকের হোসেন শাহীন ও সানজিদা পারভীন লিজা (সহ-ছাত্রবিষয়ক সম্পাদক), রাহাত ইসলাম রাজ, ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম, এডভোকেট শাহ আলম, ফারুক হোসেন ফাহিম, মো. জাহিদুল ইসলাম ও মো. মিজান উদ্দিন (কার্যনির্বাহী সদস্য), অধ্যাপক হযরত আলী, মো. মনির হোসেন, আবু বকর সিদ্দিক, এডভোকেট আবু বকর সিদ্দিক (আহাদ), ব্যারিস্টার আনোয়ার হোসেন, আশরাফুল হাসান, মো. জুয়েল হোসেন, মো. আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন, মো. আবু সাদিক (কায়েম), সীমা আক্তার, নাহিদ পারভীন, উম্মে হাবিবা, মো. জামাল হোসেন, পারভেজ রেজা, ইমাম হোসেন, নুরুল আলম, মোমিনুল ইসলাম আনোয়ারি, আব্দুস ছোবাহান, মো. সাইফুদ্দিন, আব্দুল মালেক, জিয়াবুল হক মুন্না, মো. জাওয়াদ নূর, মো. মহিউদ্দিন বন্ধু, মো. মেহেদী হাসান মিনহাজ, নুসরাত জাহান তানজিনা, এ এইচ ফাহিম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মাহবুবা শারমিন মীম, সাবিহা তারান্নুম তারা, মো. আব্দুর রহিম সরকার, মো. মেহেদী হাসান জাকির, মো. মহিব্বুল্লাহ পারভেজ, ইমাম হোসেন (বাহাদুর), মো. আব্দুল্লাহ আল নাঈম, মো. রাসেল মাহমুদ, আবু ছৈয়দ, এস এইচ এম ফরহাদ, ওসমান গণি, মো. কামরুল হাসান নওশাদ, নুরুল আবছার দৃষ্টি, মোহাম্মদ তাজিন উদ্দিন, রাকিবুল ইসলাম, লিমা আক্তার (মুনিয়া), মো. সুমন ও মো. মেহেদী হাসান (সদস্য)।