বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বেলা’র তথ্য অধিকার (আরটিআই) সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ৩, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে “তথ্য অধিকার (আরটিআই) সংক্রান্ত অংশীজনদের প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয় ২ জুলাই ২০২৫, বুধবার চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের একটি রেস্তোরাঁয়। দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা), চট্টগ্রাম কার্যালয়।
উদ্বোধনী বক্তব্যে বেলা’র প্রোগ্রাম ও ফিল্ড সমন্বয়ক এ এম এম মামুন “তথ্য অধিকার আইন, ২০০৯ এবং আরটিআই আবেদন প্রক্রিয়া ও ধাপসমূহ”, প্রশিক্ষণের উদ্দেশ্য এবং তথ্য অধিকার আইন সম্পর্কে প্রাথমিক ধারণা দেন।
বেলা চট্টগ্রাম অফিস প্রধান ও ফিল্ড ফ্যাসিলিটেটর মনিরা পারভীন “দলীয় কার্যক্রম পরিবেশগত বিষয়ে আরটিআই আবেদন” এবং তথ্য অধিকার আইনের বাস্তব চর্চার অভিজ্ঞতা তুলে ধরেন।
এরপর মনিরা পারভীন ও  এ এম এম মামুন যৌথভাবে আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ ও ফ্লো-চার্ট উপস্থাপন করেন। এ পর্বে প্রশিক্ষণার্থীরা দলীয়ভাবে তাদের কার্যক্রম উপস্থাপন করেন। পরে চট্টগ্রাম তথ্য অফিসের উপ-প্রধান মো. সাঈদ হাসান “তথ্য অধিকার আইন ব্যবহার: বাস্তবতা, চ্যালেঞ্জ ও প্রচার কৌশল” বিষয়ক গুরুত্বপূর্ণ সেশন নেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা সক্রিয়ভাবে বিভিন্ন সেশনে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
রিপোর্ট ও ছবিঃ শ্যামল রুদ্র, চট্টগ্রাম