বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রুমায় কেএনএ বিরোধী সেনা অভিযান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ৩, ২০২৫ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের রুমা উপজেলার একটি দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি বিশেষ অভিযানে ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ এর একজন কমান্ডারসহ ২ সদস্য নিহত হয়েছে।

বৃহস্পতিবার ৩ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে ‘আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)’ এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর এর সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে কোন এলাকায়, কখন এই অভিযান পরিচালিত হয়েছে তা জানানো হয়নি। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, বৃহস্পতিবার ভোররাতের দিকে রুমা উপজেলার মুলপি পাড়ার কাছে এই ঘটনা ঘটেছে। তবে নিহতদের পরিচয় সম্পর্কে আইএসপিআর বা স্থানীয় কোন সূত্র কোন তথ্য দিতে পারেনি।

আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাস্থল থেকে ৩টি এসএমজি এবং ১টি রাইফেলসহ বেশকিছু অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

২০২২ সাল থেকে নিজেদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজনৈতিক আন্দোলন শুরু করে ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’। পরে ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ নামে সামরিক শাখা খুলে সশস্ত্র গেরিলা যুদ্ধে নামে ‘কেএনএফ’। ২০২৪ সালের ২ ও ৩ এপ্রিল বান্দরবান জেলার রুমার সোনালী ব্যাংক এবং থানচির সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে অস্ত্র ও টাকা লুটের ঘটনায় ‘কেএনএফ’ বিরোধী অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। ইতোমধ্যে প্রায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়। সাম্প্রতিক সময়ে পরিবেশের উন্নতি ঘটায় গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া বম পরিবারগুলো সেনাবাহিনীর সহায়তায় নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। এ সময়ে বড় ধরণের এই অভিযান পরিচালনা করে সাফল্য অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী।