বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেলা মডেল মসজিদের ভিত্তি স্থাপন করলেন ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ৫, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি নৈতিকতা ও মূল্যবোধ বিকাশেরও কেন্দ্র। মানুষ মসজিদমুখী হলে অপরাধপ্রবণতা কমে আসবে। কোরআন শরিফেও বলা আছে, নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে।

শনিবার ৫ জুলাই সকালে বান্দরবান জেলা মুসলিম ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সদরের মেঘলা পর্যটন এলাকায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে এই মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার এবং জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সেলিম উদ্দিনসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।