খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে তার উপর অর্পিত দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে সোমবার ৭ জুলাই বিকেলে এই আদেশ জারি করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এর আগের পরিষদ বাতিল করে গত বছরের ৭ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এর ঠিক ৮ মাসের মাথায় তাকে দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব তাসলীমা বেগম সাক্ষরিত পত্রে জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ মন্ত্রণালয়ে তদন্তাধীন থাকার কথা উল্লেখ করা হয়।
