প্রতি বছরের মত এবারও জুলাই মাসের শেষ সপ্তাহে পার্বত্য জেলা বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষ ও ফল মেলা শুরু হচ্ছে।
রবিবার ১৩ জুলাই অনুষ্ঠিত জেলা বন ও পরিবেশ উন্নয়ন কমিটির সভায় আগামী ২৪ জুলাই থেকে কালেক্টরেট ভবনের দক্ষিণ অংশে (চিফ জুডিশিয়াল আদালত সংলগ্ন) মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি সভাপতিত্ব করেন।
বিভাগীয় বন কর্মকর্তা এবং কমিটির সদস্য সচিব আবদির রহমান এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
