বান্দরবান শহরের আর্মিপাড়ায় বিএনপি ও জিয়া স্মৃতি সংসদের ওয়ার্ড অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার ১৪ জুলাই ভোরে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি। গ্রেপ্তার করা যায়নি কাউকে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে লাঠি নিয়ে একদল দুর্বৃত্ত অফিসের তালা ভেঙে ভেতরে ভাঙচুর শুরু করে। এলাকাবাসীর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বান্দরবানের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পর বিএনপির নেতৃবৃন্দ অফিস পরিদর্শন করেন। নেতারা জানান, এ হামলার পেছনে আওয়ামীলীগের নেতাকর্মীদের হাত থাকতে পারে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
ছবিঃ বশির আহমেদ
