টানা কয়েকদিনের বৃষ্টিপাতের পর রবি ও সোমবার আবহাওয়ায় কিছুটা অনুকুল পরিস্থিতি বিরাজ করছে।
রবিবার রাতে ও সোমবার সকালে ঝির ঝির বৃষ্টিপাত হলেও জনজীবন স্বাভাবিক ছিল।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পুর্বাবাস কেন্দ্রের তথ্য অনুযায়ী রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সাঙ্গু অববাহিকায় গড় বৃষ্টিপাত হয় ১৫ দশমিক ২ মিলিমিটার এবং মাতামুহুরী অববাহিকায় এর পরিমাণ ছিল ১৪ দশমিক ২ মিলিমিটার।
কেন্দ্র সূত্র জানায়, উজানে বৃষ্টিপাত কমে যাওয়ায় সাঙ্গু ও মাতামুহুরী দু’টি নদীর পানি প্রবাহ হ্রাস পেয়েছে। বর্তমানে সাঙ্গু নদীতে বিপদসীমার ৮ দশমিক ৩৮ এমএসএল নিচ দিয়ে এবং মাতামুহুরী নদীতে ৪ দশমিক ৬৩ এমএসএল নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
