বান্দরবানসোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চিম্বুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ ম্রো নারী নিহত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ১৪, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনসহ ৩ ম্রো নারী মারা গেছে।

সোমবার ১৪ জুলাই ভোররাতে বান্দরবান-চিম্বুক সড়কের ১৩ মাইলের রাংলাই হেডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এ তথ্য নিশ্চিত করে জানান, পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হলে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই ৩ ম্রো নারী। স্থানীয়রা এক নারীকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে। বাকি ২ নারীর মরদেহ উদ্ধার করতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, উরকান ম্রো (৭১) ও তার মেয়ে তুমলে ম্রো (১৭) এবং রওলেং ম্রো (৩৫)। তারা সবাই রাংলাই হেডম্যানপাড়ার বাসিন্দা।