বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনার প্রতিবাদে বান্দরবান জেলা জামায়াত এবং জেলা জাতীয়তাবাদী যুবদল বৃহস্পতিবার ১৭ জুলাই বিকেলে বান্দরবান শহরে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে।
বিকেলে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেটে জামায়াত আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর আবদুচ ছালাম আজাদ।
জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মুহম্মদ আবুল কালাম এবং সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল বক্তব্য দেন।
এদিকে গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে বান্দরবান জেলা যুবদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ওই ন্যাক্কারজনক হামলার বিচার দাবি করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
