বান্দরবানসোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জিয়া স্মৃতি সংসদ ভাংচুর:১৮ আওয়ামীলীগ নেতার নামে মামলা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ১৭, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান শহরের আর্মি পাড়ায় জিয়া স্মৃতি সংসদ কার্যালয় ভাংচুর ঘটনায় বান্দরবান সদর থানায় বৃহস্পতিবার ১৭ জুলাই মামলা হয়েছে।

মামলার বিস্তারিত বিবরণ এখনো জানা যায়নি। তবে জেলা শহরের শেরে বাংলা নগর এলাকার আবুল কালাম বাদী হয়ে অভিযোগনামা দায়ের করেছেন বলে জানা গেছে।

এজাহারে জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাবেক পৌর মেয়র শামসুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হক ভুইয়াসহ মোট ১৮ জনের নাম রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ১৪ জুলাই ভোরে বান্দরবান পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্মি পাড়ায় অবস্থিত জিয়া স্মৃতি সংসদ জেলা কার্যালয় ভাংচুর করা হয়।

এ ঘটনার জন্য বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা-কর্মীদের দায়ী করা হচ্ছিল।

এই মামলায় অন্য আসামীরা হচ্ছে, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, বীর বাহাদুর কল্যাণ ট্রাস্টের সভাপতি আনিসুর রহমান সুজন, সাবেক যুবলীগ নেতা শিবু চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সভাপতি জামাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা বিমল কান্তি দাশ, রুবেল চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য রাজু বড়ুয়া, মনির চৌধুরী, পার্বত্য বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব খলিলুর রহমান, রানা চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য মহি উদ্দিন, আওয়ামীলীগ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা নুর মোহাম্মদ কালু এবং আর্মিপাড়া যুবলীগের সভাপতি সোহেল হাজারীসহ অজ্ঞাতনামা আরো অনেকে।