বান্দরবানসোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই নিহতদের স্মরণে বান্দরবানে বিএনপি’র মৌন মিছিল

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ১৮, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৮ জুলাই বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে বান্দরবান মসজিদ মার্কেটের সামনে থেকে এই মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সাচিংপ্রু জেরি ও সদস্য সচিব জাবেদ রেজা।

মৌন মিছিল শেষে জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরি বলেন, যারা শহীদ এবং পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আগামী দিনগুলোতে বিএনপি’র কর্মীদের সতর্কভাবে কাজ করতে হবে।

 

 

প্রতিবেদন ও ছবি: বশির আহমেদ