শনিবার ১৯ জুলাই কক্সবাজারের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এর কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রবিবার ২০ জুলাই করেছে জেলা বিএনপি।
রবিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরী এতে নেতৃত্ব দেন।
বান্দরবান জেলা বিএনপি এর আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা অংশ নেয় এবং জেলা সদরের বিভিন্ন পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুক্তমঞ্চের সামনে গিয়ে জড়ো হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কক্সবাজারে গত ১৯ জুলাই এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে যে মনগড়া, ভিত্তিহীন ও অশালীন মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। সালাহউদ্দিন আহমেদ একজন দেশপ্রেমিক রাজনীতিক, যিনি গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নিখোঁজ হওয়ার শিকার হয়েছেন। তার বিরুদ্ধে এমন কটুক্তিমূলক বক্তব্য কোনভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা এসময় বান্দরবান নিয়ে কুরুচিকর মন্তব্য করায় এনসিপি নেতা সারজিস আলমের প্রতি ধিক্কার জানিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় বক্তারা জুলাই আন্দোলনকে একটি দলের সাফল্য বলে প্রচার করার পাশাপাশি বিএনপি নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার প্রতিবাদ জানান এবং এই ঘটনার জন্য এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে জনসম্মুখে ক্ষমা চাইতে আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি, মুজিবুর রশিদ, সদস্য সচিব মো. জাবেদ রেজা, সদস্য মাম্যাচিংসহ বান্দরবান জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
