বান্দরবান জেলা নিয়ে বিরূপ মন্তব্য করায় এনসিপির অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে ক্ষমা চাইতে বলেছে বান্দরবানের বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আরেকটি অংশ।
রবিবার ২০ জুলাই দুপুরে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ছাত্র সমাজ’ ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ ইকবাল এবং অন্যান্য নেতৃবৃন্দ এ দাবি জানান।
তারা বলেন, ‘চাদাবাজ সকল কর্মকর্তাদের বান্দরবান পাঠিয়ে দেয়া হবে’ সারজিস তার এই বক্তব্য প্রত্যাহার এবং বান্দরবানবাসীর কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা না করলে বান্দরবানে এনসিপি’র সব ধরণের কার্যক্রম অবাঞ্চিত ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়- গত ৩ জুলাই পঞ্চগড়ে পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে সারজিস আলম বান্দরবানকে নিয়ে বিরূপ মন্তব্য করার পরপরই আমরা বিষয়টি বান্দরবানের স্থানীয় এনসিপি নেতাদের সাথে যোগাযোগ করলে তারা আমাদের আশ্বাস দিয়েছেন- ১৯ জুলাই বান্দরবানে পদযাত্রায় এসে সারজিস আলম আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবেন। কিন্ত ১৯ জুলাই তিনি বান্দরবান না আসায় এবং এনসিপির পক্ষ থেকে কেউ ক্ষমা প্রার্থনা না করায় আমরা সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বান্দরবান ছাত্রসমাজের প্রতিনিধি আমিনুল ইসলাম, খালিদ বিন নজরুল, হাবিব আল মাহমুদ, জুবায়ের হোসেন, রাশেদুল ইসলাম, হাসান আল বান্না, জয়নাল আবেদীন এবং তারেকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ছবিঃ বশির আহমেদ
