বান্দরবান জেলা বিএনপি আহবায়ক কমিটি এক সাংগঠনিক সভা ডেকে সংগঠনের ৭টি উপজেলা ও ২টি পৌরসভার বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে।
সোমবার ২১ জুলাই বিকেলে বান্দরবান শহরের একটি আবাসিক হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন ও ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং জাতীয় নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মিসেস মাম্যাচিংসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরী এতে সভাপতিত্ব করেন। জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মজিবুর রশিদ এবং সদস্য সচিব জাবেদ রেজাসহ জেলা কমিটির সিনিয়র সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রশিদ কমিটিসমুহ বিলুপ্ত করার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরবর্তীতে বিভিন্ন শাখা ইউনিটের সম্মেলন করার জন্যই কমিটিগুলো বাতিল করা হয়েছে।
এর আগে বিএনপির সদস্য নবায়ন এবং নতুন সদস্যভুক্তির উদ্বোধন করা হয়।
