বান্দরবানসোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাওনা টাকা চাইতে গিয়ে খুন: গ্রেপ্তার ৩

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ২২, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপহরণের ৪দিনের মাথায় সৈয়দ নুর (৩১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ২১ জুলাই বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ডুলুবুনিয়া এলাকার গভীর জঙ্গল থেকে সৈয়দ নুরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার ২২ জুলাই দুপুরে বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৮ই জুলাই পরিকল্পিতভাবে ডেকে নিয়ে সৈয়দ নুরকে শ্বাসরোধ করে হত্যা করে মোঃ ইসমাইল (২৭) এবং তার দুই সহযোগী রহমত উল্লাহ (৩২) ও আলী হোসেন (২৬)। নিহতের সাথে ইসমাইলের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।

পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, সৈয়দ নুরের কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়েছিল ইসমাইল। দীর্ঘদিন ধরে টাকা ফেরত না দেয়ায় বিচার সালিশ বসায় নুরের উপর ক্ষিপ্ত হয় ইসমাইল। এরই প্রেক্ষিতে গত ১৮ জুলাই পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে নুরকে ডেকে এনে সীমান্তবর্তী দূর্গম একটি পাহাড়ি এলাকায় নিয়ে যায়। এসময় ইসমাইলের সাথে রহমত উল্লাহ ও আলী হোসেনও ছিল। তারা সৈয়দ নুরকে মারধর করে এবং তার স্ত্রীর কাছে ফোন দিয়ে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে হত্যার হুমকি দেয়। তার পরিবার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মুক্তিপণ পরিশোধ করে। কিন্তু নুর বাড়ি ফিরে না আসায় তার পরিবার নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করে।

তিনি জানান, মামলা দায়েরের পর নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযানে নামে। অভিযান চালিয়ে গত ২১ জুলাই ঘুমধুমের আজুখাইয়া এলাকা থেকে ইসমাইলকে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে রহমত উল্লাহ ও আলী হোসেনকেও গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হত্যাকান্ডের কথা স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডুলুবুনিয়ার গহীন জঙ্গল থেকে সৈয়দ নুরের মরদেহ এবং তার লুন্ঠিত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

ছবি: বশির আহমদ