বান্দরবানসোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাস্তিমূলক এক সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বান্দরবানে বদলি করার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ২৭, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে মানিকগঞ্জ থেকে শাস্তিমূলকভাবে এক সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বান্দরবানে বদলি করার প্রতিবাদে বান্দরবান শহরে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র সমাজ।

রবিবার ২৭ জুলাই বান্দরবান শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) এর সভাপতি উশৈহ্লা মারমা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষার্থী লাবনী তঞ্চঙ্গ্যা, এডিশন চাকমা, শিমুল তঞ্চঙ্গ্যা, নেলসন ত্রিপুরা ও ফিলিপ খেয়াং।

বক্তারা বান্দরবানের মত একটি শান্তিপূর্ণ জেলায় নৈতিক স্খলনসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বান্দরবানে পদায়ন না করার দাবি জানান।

উল্লেখ্য, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনী পড়ুয়া এক ছাত্রীকে কুপ্রস্তাব ও উত্তক্ত করার অভিযোগ উঠলে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান খানকে শাস্তিমূলকভাবে বান্দরবানে বদলি করার আদেশ দিয়ে গত ২৩ জুলাই প্রজ্ঞাপন জারী করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

এই বদলির খবর জানার পর থেকে স্থানীয় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক সারজিস আলম তার এক বক্তৃতায় দুর্নীতি করলে বান্দরবান বদলি করে দেয়া হবে বলে মন্তব্য করেন। এ বক্তব্যের পর এই অঞ্চলে ক্ষোভ ছড়িয়ে পড়ে।