বান্দরবানসোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ির শীর্ষ সন্ত্রাসী শাহীন ডাকাতের ম্যানেজার গ্রেপ্তার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ২৯, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে গরু চোরাচালান এবং ডাকাত চক্রের ডন হিসেবে খ্যাত শাহীন ডাকাতের প্রধান সহচর নুরুল আবছারকে (৩৪) ৪টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দায়িত্বরত ১১ বিজিবি’র ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, গোপণ সূত্রের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি সংলগ্ন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রাম থেকে মঙ্গলবার ২৯ জুলাই ভোরে তাকে আটক করা হয়েছে।

তিনি জানান, শুধু গরু চোরাচালান ও ডাকাতি ছাড়াও নুরুল আবছার গত ২১ জুলাই নাইক্ষ্যংছড়ির জামছড়ি বিওপি জওয়ান কর্তৃক ৯ হাজার পিস ইয়াবা আটক ঘটনায় একজন পলাতক আসামী (মামলা নং- ১৩, তারিখ- ২১ জুলাই ২০২৫)।

আটকের সময় তার কাছে থাকা ৪টি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড বুলেট, গুলির খোসাসহ আরো কিছু সামগ্রী জব্দ করা সম্ভব হয়েছে।

আটক নুরুল আবছার নাইক্ষ্যংছড়ি সংলগ্ন কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল এলাকার বাসিন্দা।

তার বিরুদ্ধে খুন, গরু পাচার, ডাকাতিসহ নানা অপরাধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অন্যান্য প্রক্রিয়া শেষে নুরুল আবছারকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।