বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক প্রবাসীর ৭ বছরের শিশুপুত্রকে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।
মঙ্গলবার ২৯ জুলাই দিবাগত গভীর রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির নাম বাপ্পি। তার পিতা সাবুল কাদের দীর্ঘ দিন যাবৎ সৌদি আরবে প্রবাসী।
ধারণা করা হচ্ছে, শিশুকে জিম্মি করে মোটা অংকের টাকা আদায়ের লক্ষ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। তবে এখন পর্যন্ত মুক্তিপণ দাবি করে কেউ যোগাযোগ করেনি বলে পারিবারিক সূত্র জানায়।
অপহৃত শিশুর মা শাহেদিয়া জানান, রাত আনুমাণিক ১১টার পর অস্ত্রধারী সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে পড়ে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে আমার একমাত্র ছেলেকে তুলে নিয়ে চলে যায়।
তিনি জানান, অস্ত্রধারী সবাইকে বাঙালি বলেই মনে হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক জানান, শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য সতর্কতার সাথে অভিযান চালাতে হচ্ছে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত কোন ক্লু পাওয়া যায়নি।
এদিকে অস্ত্র প্রদর্শন করে এ ধরনের অপহরণ ঘটনায় এলাকায় উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে।
