বান্দরবানসোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে যুবকের আত্মহনন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ৩১, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান সদর উপজেলার হাফেজঘোনা এলাকার একটি বাগানবাড়ি থেকে হৃদয় দে (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ৩১ জুলাই সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় দে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। বুধবার রাতে মাদক কেনার জন্য টাকা নিয়ে বাবার সাথে বাকবিতণ্ডা হয়। টাকা না পেয়ে অভিমানে সে বাসা ছেড়ে চলে যায়। রাতের কোন একসময় ওই বাগানবাড়িতে গিয়ে কাঠের রেলিং এর সাথে নিজের প্যান্টের বেল্ট লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে হৃদয় দে। সকালে এলাকাবাসী তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।