বান্দরবানরবিবার, ৩০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিশু ধর্ষণের অভিযোগে আরেক শিশু/কিশোর গ্রেপ্তার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ৩১, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান জেলার আলীকদমে প্রতিবেশী ১৩ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ১৭ বছরের আরেক শিশু/কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় আলীকদম থানায় মামলা (মামলা নং: ০৭, তারিখ: ৩০/০৭/২০২৫) হয়েছে। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

তিনি জানান, ভিকটিম এবং আসামী দু’জনই তঞ্চঙ্গা জনজাতিভুক্ত এবং উপজেলার সদর ইউনিয়নের তালুক চন্দ্র কারবারি পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রগুলো জানায়, প্রেমের সম্পর্ক থেকে তাদের সম্পর্ক শারীরিক মিলন পর্যায়ে পৌঁছায়। এতে কন্যা শিশুটি অন্ত:স্বত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

ভিকটিমের মা (৩৯) তার লিখিত অভিযোগে জানান, কন্যার শারীরিক পরিবর্তন দেখে জিজ্ঞাসাবাদ করে তিনি জানতে পেরেছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী (সুজন তঞ্চঙ্গা) তার শিশুকন্যাকে একাধিকবার জোর করে ধর্ষণ করে। এতে সে গর্ভবতী হয়ে পড়ে। বর্তমানে সে ৭ মাসের অন্ত:স্বত্ত্বা।

অভিযোগে বলা হয়, সামাজিক লোকলজ্জার ভয়ে তারা গ্রাম্য সালিশ বিচারের মাধ্যমে উভয়ের মধ্যে বিবাহ দিতে চেষ্টা করেন। এতে ছেলে পক্ষ রাজী না হওয়ায় তাকে আইনের আশ্রয় নিতে হয়েছে।

বৃহস্পতিবার ৩১ জুলাই সকালে ওসি মির্জা জহির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতকে আদালতে উপস্থাপন করার প্রস্তুতি চলছে।