অবশেষে অপহরণের প্রায় ৬৮ ঘন্টা পর শুক্রবার ১ আগস্ট রাতে মুক্তি পেয়েছে নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে অপহৃত শিশু বাপ্পি (৭)।
মঙ্গলবার ২৯ জুলাই দিবাগত রাতে মুখোশধারী সন্ত্রাসীরা অস্ত্র উচিয়ে সৌদি প্রবাসীর শিশুপুত্রকে তুলে নিয়ে যায়। পরদিন অপহরণকারীরা শিশু বাপ্পিকে ফিরে পেতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।
শুক্রবার রাত সাড়ে নয়টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বান্দরবান জেলা পুলিশ জানায়, অব্যাহত অভিযানের মুখে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করীম স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযান চলাকালে রুহুল আমিন (২০) নামে অপহরণকারী দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ির স্থানীয় সূত্রগুলো জানায়, সবশেষ ২ লাখ টাকায় শিশু বাপ্পিকে মুক্তি দিতে সম্মত হবার পরই বাইশারী ইউনিয়নের মশলা বাগান এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
শিশু বাপ্পির মা শুক্রবার সন্ধ্যায় ২ লাখ টাকা মুক্তিপণ পরিশোধের ইঙ্গিত দেন স্থানীয় সাংবাদিকদের।
