বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া এলাকা থেকে অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
স্থানীয় সূত্র জানায়, রবিবার ৩ আগস্ট ভোর রাত ৩টার দিকে তাদেরকে আটক করা হয়।
এদের মধ্যে একজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর স্থানীয় কালেক্টর হিসেবে পরিচিত মং মং সিং মারমা (৩৩) বলে জানা গেছে। তবে সেনাবাহিনী বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আটক বা গ্রেপ্তারের কথা এখনো জানানো হয়নি।
স্থানীয় সূত্রগুলো আরো জানায়, আটক ৩ জনের মধ্যে অন্য ২ জন হচ্ছে মং নু সিং মারমা (২৮) এবং আ ওয়াং শৈ মারমা (২৭)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
