বান্দরবানসোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ৯, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বান্দরবান প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকবৃন্দ।

শনিবার ৯ আগষ্ট সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সম্পাদক এন এ জাকিরসহ বান্দরবান প্রেসক্লাবের সদস্য ও জেলায় কর্মরত সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রির্পোটার আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে হত্যার শিকার হন। এই দায় রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। খুব দ্রুতই সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

সাংবাদিক তুহিনের পরিবারের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে আহবান জানান বক্তারা।