বান্দরবানসোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন্য হাতিকে চিকিৎসা সেবা দিতে গিয়ে ৩ জন মারাত্মক আহত: সিএমএইচে ভর্তি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ১৬, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নাইক্ষ্যংছড়ি সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে আহত বন্য হাতির চিকিৎসা সেবা দিতে গিয়ে হাতির আক্রমণে আহত ২ ভেটেনারী সার্জন ও অপর একজন মারাত্মক জখম হয়েছেন।

শনিবার ১৬ আগস্ট বিজিবির হেলিকপ্টারে করে তাদেরকে ঢাকায় নিয়ে আসার পর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাদের চিকিৎসা চলছে।

১৫ আগস্ট ওই ৩ জনসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।

গত ১১ আগস্ট সোমবার খাবারের সন্ধানে বিচরণকালে তার পায়ের স্পর্শ লেগে স্থল মাইন বিস্ফোরণে হাতিটি মারাত্মক আহত হয়। দিগবিদিক জ্ঞান হারিয়ে ছুটাছুটি করতে করতে সে বাংলাদেশ ভূ-খন্ডে ঢুকে পড়ে এবং চাকঢালা সীমান্তের বাহির মাঠ এলাকায় পড়ে থাকে। এ অবস্থায় বন বিভাগ তার চিকিৎসার উদ্যোগ নেয়।

হাতিটি এখন আগের চেয়ে কিছুটা সুস্থ। স্থানীয় বন বিভাগের নাইক্ষ্যংছড়ি রেঞ্জ অফিসার মোজাম্মেল হক জানিয়েছেন, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটতে চেষ্টা করছে। তবে শুক্রবার চিকিৎসা সেবা দেয়ার সময় হাতিটি চিকিৎসক দলের উপর আক্রমণ করে। এতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা আলী নেওয়াজ, ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন
হাতেম সাজ্জাদ জুলকারনাইন ও গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান মারাত্মক যখন হন।

প্রথমে তাদেরকে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়।