বান্দরবানসোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ১৬, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (৫২) এবং তার পুত্রকে বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তার পুত্র হাসান নিহাল (২৮) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আজিজনগর ইউনিয়ন শাখার সভাপতি।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, শনিবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়।

ওসি জানান, তাদের বিরুদ্ধে লামা থানা ও বান্দরবান সদর থানায় একাধিক মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তারা পলাতক ছিলেন।

আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে, জানান ওসি তোফাজ্জল হোসেন।