বান্দরবানশনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সব উপজেলা হাসপাতালে সাপে কাটার প্রতিষেধক পাঠাতে হাইকোর্টের আদেশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ১৮, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দেশের সব ক’টি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে সাপে কাটার প্রতিষেধক এন্টিজেনম পাঠানোর আদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট।

সোমবার ১৮ আগস্ট জনস্বার্থে করা একটি আবেদনের শুনানী শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

আদেশে আগামী দু’মাসের মধ্যে আদেশ বাস্তবায়ন করে আদালতকে অবহিত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে বলা হয়েছে।

জনস্বার্থে আবেদনটি পেশ করেন আইনজীবী একেওম নুরুন্নবী উজ্জ্বল। আদালতে শুনানীকালে তিনিই রীটের পক্ষে শুনানী করেন।

সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যটর্ণী জেনারেল শফিকুর রহমান ও তানিম খান।