বান্দরবানের ঐতিহ্যবাহী রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার ১৯ আগস্ট বান্দরবান স্টেডিয়ামে শুরু হয়েছে।
বান্দরবান সদর জোন কমান্ডার লে. কর্ণেল এএসএম মাহমুমুদুল হাসান মঙ্গলবার বিকেলে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রোয়াংছড়ি সাব-জোন কমান্ডার মেজর মেজর এম এম ইয়াসিন আজিজ, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম,
বান্দরবান ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি জাবেদ রেজা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের খেলায় চড়–ই পাড়া একাদশ ১-০ গোলে সাংগু বয়েজ ক্লাবকে পরাজিত করে।