বান্দরবানশনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেতছড়া সড়কে জীপ উল্টে নিহত ১: আহত ৬

প্রতিবেদক
বার্তা বিভাগ
আগস্ট ২০, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের রোয়াংছড়ি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ১ জন নারী নিহত এবং ৬ যাত্রী আহত হয়েছে।

বুধবার ২০ আগস্ট বিকালে চিম্বুক-বেতছড়া সড়কের মেরাইং পাড়ার কাছে এ দুর্ঘটনা ঘটে।

জীপের একজন যাত্রী জানান, বান্দরবান প্রধান বাজারে কেনাকাটি শেষে ফেরার পথে বেতছড়া সড়কের অতি ঢালু অংশে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে জীপটি উল্টে যায়।

রোয়াংছড়ি থানা সুত্র জানায়, ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহত  হ্লায়েনু মারমা (৪৮) এর বাড়ি রোয়াংছড়ি উপজেলার  বেতছড়া নাচালং পাড়ায়।