বান্দরবানের রুমা পাইন্দু পাড়ায় পঞ্চম শ্রেনী পড়ুয়া কিশোরী ধর্ষণ ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বুধবার ২০ আগস্ট ভোরে ৩জনকে গ্রেপ্তার করেছে।
বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান চলমান আছে।
সূত্র জানায়, ভিকটিম এবং অভিযুক্ত সবাই স্থানীয় মারমা সম্প্রদায়ের।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে: ক্য সাই ওয়াং মারমা, ক্য হ্লা ওয়াং মারমা এবং উ হাই সিং মারমা।
স্থানীয় সূত্র জানায়, ৮ আগস্ট ক্য হ্লা ওয়াং, ক্য ওয়াং সাই, চ হাই, উ হাই সিং এবং ক্য সাই ওয়াং নামের ৫ যুবক সংঘবদ্ধভাবে ওই কিশোরীকে ধর্ষণ করে। ঘটনা প্রকাশ করার ভয় দেখিয়ে পরে বিভিন্ন সময় ওই কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। মঙ্গলবার ১৯ আগস্ট সকালে মৌজা হেডম্যান মং চ উ মারমা সামাজিক বিচার ডেকে সোমবার অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানার মাধ্যমে মীমাংসা করেন। এসময় পাড়ার কার্বারী থোয়াইসা মারমা এবং ইউপি সদস্য গংবাসে মারমা উপস্থিত ছিলেন। এর ফলে ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
সবশেষ খবর অনুযায়ী, গ্রেপ্তারকৃত আসামীদের রুমা থানায় নিয়ে যাওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
