বান্দরবানমঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তমব্রু সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা যুবক আহত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ২৪, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

নাইক্ষ্যংছড়ির তমব্রু সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে রাখাইনের মেদাই এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছে।

রবিবার ২৪ আগস্ট বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রগুলো জানায়, মাইন বিস্ফোরণে আহত যুবক পালিয়ে তমব্রু সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। পরে তাকে কুতুপালং এর বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কক্সবাজারে দায়িত্বপ্রাপ্ত বিজিবির ৩৪ নং ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানবিক কারণে তাকে চিকিৎসার জন্য অনুপ্রবেশে বাধা দেয়া হয়নি। আহত রোহিঙ্গা যুবকের নাম রবি আলম (২৬)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।