কয়েক যুগ প্রাচীন ঐতিহ্য বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবলের জোন পর্যায়ের খেলা প্রায় সমাপ্তির পথে।
সোমবার ২৫ আগস্ট বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সদর জোনের ফাইনাল খেলা।
এতে টাইব্রেকারে বালাঘাটা একাদশ দলকে ৩-১ গোলে হারিয়ে চড়ুইপাড়া একাদশ দল চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার বিকেলে জোন পর্যায়ের ফাইনাল খেলায় সদর জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বান্দরবান জোনের আওতাধীন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, বান্দরবান ফুটবল এসোসিয়েশন সভাপতি জাবেদ রেজা, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ এর সভাপতি আজহারুল
ইসলাম বাবুল এবং সেনাবাহিনী, প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থাপনা কমিটি সূত্র জানায়, জোন পর্যায়ের প্রতিযোগিতা শেষ হলে শুরু হবে রিজিয়ন কাপের মুল পর্ব। বিভিন্ন জোন থেকে চ্যাম্পিয়ন হওয়া দলগুলো এই রাউন্ডের প্রতিযোগিতায় অংশ নেবে।