পার্বত্য চট্টগ্রামে মৌজা প্রথার মতো বাজারফান্ডভুক্ত জমিগুলোকে স্থায়ী (৯৯ বছর) বন্দোবস্তির আওতায় নেয়ার দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
মঙ্গলবার ২৬ আগস্ট সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে দেশের অন্য ৬১ জেলার মতো পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলাকেও ভূমি ব্যবস্থাপনা নীতি চালুর দাবি জানানো হয়৷
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
তিনি বলেন, বাজার ফান্ডের জমিগুলোকে মৌজা থেকে আলাদা নিয়মে পরিচালনার কারণে ব্যবসা বাণিজ্য, বাড়িঘর নির্মাণ ও অন্যান্য কাজে বাণিজ্যিক ব্যাংকসমূহ থেকে ঋণ নিতে পারছে না বাজারফান্ডভুক্ত প্লটের মালিকরা। এর ফলে নতুন নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও বিকল্প আয়ের পথগুলো বন্ধ হয়ে পড়েছে।
তিনি বলেন, দেশের অন্যান্য জেলার সাথে পার্বত্য চট্টগ্রামে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ভিন্ন নিয়মে ভূমি ব্যবস্থাপনা বিদ্যমান থাকায় বসবাসকারীদের রাজা বা সার্কেল চীফের সনদ এবং মৌজা হেডম্যানদের সনদ গ্রহণ করতে হচ্ছে। এর ফলে সার্কেল চীফের অফিস ও হেডম্যান কারবারীরা বিভিন্ন ধরণের অসহযোগীতা এবং হয়রানি করে যাচ্ছে।
তিনি বলেন, একই দেশে ভিন্ন নিয়ম থাকা আমাদের সংবিধান সম্মত নয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. আলম, জেলা পরিষদের সদস্য মো. নাছির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো. শাহজালাল, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, সমন্বয়ক আসিফ ইকবাল এবং নাগরিক পরিষদের নেতা মো. এরশাদসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবিঃ বশির আহমেদ