বান্দরবানমঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে জেলা সদর এবং উপজেলাসমূহে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১ সেপ্টেম্বর বিকেল ৩টায় শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠন সমূহের পক্ষ থেকে খন্ড খন্ড শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে এসে শেষ হয়।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেত্রী মিসেস মাম্যাচিং, সদস্য সচিব জাবেদ রেজা, যুগ্ম আহবায়ক অধ্যাপক ওসমান গণি ও মজিবুর রশীদ আলোচনা সভায় বক্তব্য দেন।

এদিকে আলোচনা সভা শুরুর কিছুটা আগে বিকেল ৪টার দিকে ২ গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দু’জন আহত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশৃংখলা সৃষ্টি হলে জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরী মাইকে ঘোষণা দিয়ে বিশৃংখলা সৃষ্টির সাথে জড়িতদের বহিষ্কারের হুমকি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

 

ছবিঃ বশির আহমদ