বান্দরবানমঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় অন্তঃসত্ত্বা নারী ধর্ষণ: গ্রেপ্তার ২

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের লামা উপজেলায় ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে।

রবিবার ৩১ আগস্ট দিবাগত রাতে উপজেলার রূপসী পাড়ায় এ ঘটনা ঘটে।

এর আগে গত ২৫ আগস্ট লামা উপজেলার আজিজনগরে ধর্ষণের শিকার হয় এক প্রতিবন্ধী কিশোরী। এ ঘটনায় পুলিশ প্রতিবেশি মোহাম্মদ ইমরান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করে।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, রবিবার রাতে সংঘটিত অন্ত:স্বত্তা নারী ধর্ষণ ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই বিশেষ অভিযান চালিয়ে সোমবার ১ সেপ্টেম্বর সকালে মোহাম্মদ ফয়সাল (২১) এবং মোহাম্মদ রাব্বি (২২) নামে দু’জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

ওসি জানান, গ্রেফতার দু’জনই রূপসী পাড়ার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীর স্বামী গভীর রাত পর্যন্ত বাগানের কাজে খামার বাড়িতে ছিলেন। রাত ৯টা থেকে ১০টার মধ্যে ফয়সাল ও রাব্বি ৮ মাসের অন্ত:স্বত্তা ওই নারীকে একা পেয়ে ধর্ষণ করে। স্বামী বাসায় ফিরলে তাকে ঘটনা জানান ভিকটিম। পরে স্বামী বাদী হয়ে লামা থানায় অভিযোগ দেন।

বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, ভিকটিমের স্বামীর অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযানে নামে লামা থানার পুলিশ টিম এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।

তিনি জানান, ভিকটিমকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।