বান্দরবানমঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রুমায় ‘কেএনএ’র প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৩, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম রেং ত্লাং এলাকায় ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ এর প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী।

বুধবার ৩ সেপ্টেম্বর সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত একমাস রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সামরিক অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ এর একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। সেখান থেকে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সেনাবাহিনীর সদস্যরা ‘কেএনএ’র প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করে নেয়।