বান্দরবানমঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুয়ালকে ইটভাটা থেকে ২জন অপহৃত

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবান জেলা সদরের সুয়ালক এলাকার একটি ইটভাটা থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ম্যানেজারসহ দু’জন কর্মচারীকে অপহরণ করা হয়েছে।

ইটভাটার মালিক আবদুল কুদ্দুস চেয়ারম্যান জানিয়েছেন, বুধবার রাতে তপন দাশ ও জয়দেব নামে ওই দু’জন অপহরণ হওয়ার বিষয়ে তাকে জানানো হয়েছে।

এ বছর ইটভাটায় ইট পোড়ানোসহ ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকা স্বত্ত্বেও কেন তাদেরকে অপহরণ করা হয়েছে- বুঝতে পারছি, বলেন আবদুল কুদ্দুস।

এদিকে স্থানীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক রাজনৈতিক দল সমূহের সশস্ত্র ক্যাডারদের তৎপরতার আশংকাজনকভাবে বেড়ে গেছে। তবে কারা এই অপহরণ করতে পারে- সে বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না।

অপহরণের ঘটনা সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, পুলিশ তাদেরকে উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। কে বা কারা এই অপহরণের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।