বান্দরবানমঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রেডক্রিসেন্ট ইউনিট কমিটি থেকে দু’জনের পদত্যাগ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদ্য ঘোষিত এডহক কমিটি থেকে ভাইস চেয়ারম্যান ও একজন সদস্য পদত্যাগ করেছেন।

গত ৩১ আগস্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক পত্রে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেডক্রিসেন্ট বিধানের 1973 (President’s Order No. 26 of 1973) এর 7(4) অনুযায়ী এ কমিটি কার্যক্রম পরিচালনা করবে এবং তাদের তত্ত্বাবধানে ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে এই অনুমোদনের ৮ দিনের মধ্যেই কমিটির ভাইস চেয়ারম্যান মো: মুজিবুর রশিদ ও সদস্য উম্মে কুলসুম সুলতানা লিনা পদত্যাগ করলেন।

এ বিষয়ে জানতে চাইলে মুজিবুর রশিদ বলেন, আমরা চাই- গণতান্ত্রিকভাবে একটি নির্বাচিত কমিটির মাধ্যমে ইউনিটের কার্যক্রম পরিচালিত হোক। কিন্তু তা না করে বারবার আহবায়ক কমিটি গঠন করার প্রতিবাদে রবিবার ৭ সেপ্টেম্বর সকালে পদাধিকার বলে ইউনিট চেয়ারম্যান ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাইয়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।

পদত্যাগপত্র গ্রহন করে প্রফেসর থানজামা লুসাই বলেন, তিনি নিজেও সবশেষ নতুন কমিটি সম্পর্কে অবহিত নন। তিনি বলেন, মহাসচিবকে বিষয়টি জানিয়েছেন।

এদিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, ৫ আগস্টে সরকার পরিবর্তনের পর এই নিয়ে ৩বার ইউনিট কমিটি গঠন করা হয়েছে। সবশেষ এনসিপির জেলা সমন্বয়ক তরুণ নেতা শহীদুর রহমান সোহেলকে ইউনিট সেক্রেটারী করে গঠিত কমিটিতে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রশিদকে ভাইস চেয়ারম্যান এবং উম্মে কুলসুম সুলতানা লিনাকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সদ্য পদত্যাগকারী উম্মে কুলসুম সুলতানা লিনাও জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র একজন নেত্রী।