বান্দরবানশনিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এসিড দগ্ধে এক গৃহবধুর মৃত্যু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এসিড দগ্ধে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় শনিবার ১৩ সেপ্টেম্বর ভোরে গৃহবধুর স্বামী মো. তোহাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ১২ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় জেসমিন আক্তার (২২) নামে ওই গৃহবধূর মৃত্যু হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৯ সেপ্টেম্বর ঘুমন্ত অবস্থায় জেসমিন আক্তারের শরীরে এসিড ঢেলে দেন তার স্বামী মো. তোহা। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে ৪ দিন লড়াই করে শুক্রবার সন্ধ্যায় মারা যান। ঘটনার পর গৃহবধুর স্বামী পালিয়ে যান।

তিনি জানান, নিহত গৃহবধুর বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে শনিবার ভোরে কক্সবাজার থেকে মো. তোহাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, মো. তোহা নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকার একটি কোম্পানির রাবার বাগানে কাজ করেন। কোম্পানির স্টাফ কোয়ার্টারে স্ত্রী জেসমিন আক্তারকে নিয়ে থাকতেন।