বান্দরবানশনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুয়ালক ইউপি: চেয়ারম্যান-মেম্বারের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে বুধবার ১৭ সেপ্টেম্বর সকালে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ।

বান্দরবান প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উক্যনু মারমা এবং ১ নং ওয়ার্ড মেম্বার আবদুল শুক্কুর ও ২নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিনের বিরুদ্ধে জনহয়রানির অভিযোগ তুলে ধরা হয়। অভিযোগসমূহের মধ্যে টাকার বিনিময়ে আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির তালিকা প্রণয়নে অসততা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অন্যতম। মানববন্ধন থেকে এসব বিষয়ে তদন্ত করে আইনী ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়।